ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

বিমানের নতুন গন্তব্য চেন্নাই, ফ্লাইট শুরু ১৫ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
বিমানের নতুন গন্তব্য চেন্নাই, ফ্লাইট শুরু ১৫ নভেম্বর ফাইল ছবি

ঢাকা: আগামী ১৫ নভেম্বর থেকে ভারতের চেন্নাইয়ে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২৫ অক্টোবর) বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ নভেম্বর থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান। এ রুটের টিকিট বিমান সেলস সেন্টার, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট ও ট্রাভেল এজেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন।

কোভিড সংক্রান্ত শর্ত/নির্দেশনা ও ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইট  www.biman-airlines.com  এ পাওয়া যাবে।

চেন্নাই রুটে আগে কখনো ফ্লাইট পরিচালনা করেনি বিমান। কোভিড-১৯ পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া প্লেন চলাচল চালু করতে এয়ার বাবল চুক্তির মাধ্যমে নতুন এ রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।