ঢাকা, মঙ্গলবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ মে ২০২৩, ১০ জিলকদ ১৪৪৪

এভিয়াট্যুর

সৌদির টিকিট নিতে নারী শ্রমিকদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
সৌদির টিকিট নিতে নারী শ্রমিকদের ভিড় সৌদির টিকিট নিতে নারী শ্রমিকদের ভিড়, ছবি: তামিম মজিদ

ঢাকা: সৌদি এয়ারলাইন্সের টিকিট নিতে শতাধিক নারীও এসেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা।

 

জানা গেছে, নারী শ্রমিকদের ভিসার মেয়াদ কম হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকিট দেওয়া হচ্ছে। তাদের অনেকে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করছেন।  

মিনারা বেগম নামের এক প্রবাসী বলেন, আমার ভিসার মেয়াদ কম। রোববার (৪ অক্টোবর) ফরম পূরণ করে জমা দিয়েছিলাম। মঙ্গলবার আমাকে ডাকা হয়েছে টিকিটের জন্য।  

সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, মঙ্গলবার হলুদ রঙের ৮৫১ থেকে ১১৫০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে।  

গত রোববার (৪ অক্টোবর) টোকেন দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। জনসমুদ্র হয় হোটেল সোনারগাঁও। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চারপাশ। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশীদের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
টিএম/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa