ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

এভিয়াট্যুর

কলকাতায় ফিরলেন ২৯ জন ভারতীয় নাবিক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
কলকাতায় ফিরলেন ২৯ জন ভারতীয় নাবিক

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনায় বাংলাদেশে আটকে পড়া ২৯ জন ভারতীয় নাবিক নভোএয়ারের বিশেষ ফ্লাইটে কলকাতায় গেছেন।  

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে কলকাতার স্থানীয় সময় দুপুর ২টা ৫২ মিনিটে পৌঁছে ফ্লাইটটি।

 

করোনা মহামারির কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের ফ্লাইট বন্ধ থাকায় দু’দেশের নাগরিক ফেরাতে মাঝেমধ্যে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ভারত গেলেন দেশটির ২৯ জন নাবিক।  

করোনা ভাইরাসের সংক্রমণ রোধের কারণে গত ১৫ মার্চ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৪টি, কক্সবাজারে ৩টি, যশোর ৪টি, সৈয়দপুর ৪টি, সিলেট ২টি, বরিশাল ২টি ও রাজশাহীতে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।