ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

আবুধাবিতে চাকরি ভিসাধারী যাত্রী বহন করবে না বিমান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, আগস্ট ১৮, ২০২০
আবুধাবিতে চাকরি ভিসাধারী যাত্রী বহন করবে না বিমান 

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চাকরি ভিসাধারী যাত্রী বহন করবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

মঙ্গলবার (১৮ আগস্ট) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, চাকরি ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছে না। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপাতত চাকরি ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না।  

একই কারণে আপাতত আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দু’টি ফ্লাইট পরিচালনা করবে। ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ চাকরি ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।

বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।