ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

করোনা: লন্ডন-ম্যানচেস্টার রুটেও বন্ধ হলো বিমানের ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
করোনা: লন্ডন-ম্যানচেস্টার রুটেও বন্ধ হলো বিমানের ফ্লাইট

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটেও ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।

শুক্রবার (২৭ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩০ মার্চ থেকে এক সপ্তাহ এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

আগামী ২৯ মার্চ ঢাকা থেকে এ দুটি গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।

ফলে রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থার ফ্লাইট অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সবকটিতেই ফ্লাইট বন্ধ হয়ে গেলো।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।