ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

এভিয়াট্যুর

ওসমানীতে প্লেনে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
ওসমানীতে প্লেনে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইট (পুরনো ছবি)

সিলেট: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় বিলম্বিত হচ্ছে দুবাই-সিলেট-ঢাকাগামী ফ্লাইটটি। এ কারণে বিমানবন্দরে আটকা পড়েছেন দুবাই থেকে আসা ফ্লাইটটির ঢাকাগামী ২৩ যাত্রী।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম বাংলানিউজকে এমন তথ্য জানিয়ে বলেন, বিমানের বিজি-০৫২ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ১৭০ জন যাত্রী নিয়ে শনিবার (২৯ এপ্রিল) সকালে সিলেটে এসে পৌঁছায়। এখানে যাত্রাবিরতির পর সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিলম্বিত হচ্ছে।

বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটি না সারলে দুপুরের মধ্যেই যাত্রীদের ঢাকায় নিয়ে যেতে বিকল্প উড়োজাহাজ আসবে। তবে প্রতিবেদনটি লেখার সময় বেলা ১টা পর্যন্ত উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি সারানো যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।