ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

ইউনাইটেড এয়ারের ফ্লাইট চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ইউনাইটেড এয়ারের ফ্লাইট চালু

ঢাকা: টানা ২০ দিন বন্ধ থাকার পর বুধবার (২৪ ফেব্রুয়ারি) থেকে অভ্যন্তরীণ রুটে ফের ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউনাইটেড এয়ারওয়েজ। একটি উড়োজাহাজ চলাচলের উপযোগী হওয়ায় আপাতত দু’টি রুটে ফ্লাইট চালাবে কোম্পানিটি।



এয়ারলাইন্সটির বহরে থাকা ১১ উড়োজাহাজের সবগুলো রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড থাকায় গত ৪ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

ইউনাইটেড এয়ারের পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) ফরহাদ হোসেন বলেন, আপাতত ঢাকা-কক্সবাজার ও ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট চালু হয়েছে। বুধবার সকাল ৯টায় এটিআর-৭২ উড়োজাহাজটি ঢাকা থেকে কক্সবাজার যায়। শিগগিরই আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালু হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে সাতটি উড়োজাহাজ 'সি' চেক (ভারী রক্ষণাবেক্ষণ) করাতে পারেনি এয়ারলাইন্সটি। এছাড়া দুর্ঘটনায় পড়ে বাকি চারটি উড়োজাহাজ গ্রাউন্ডেড হয়ে পড়ে।

এদিকে ফ্লাইট শুরুর খবরে এদিন দেশের উভয় স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারটির দাম ছয় শতাংশ বৃদ্ধি পায়।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।