ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

স্বর্ণ চোরাচালান মামলায় বিমানের শিডিউলার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
স্বর্ণ চোরাচালান মামলায় বিমানের শিডিউলার গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: স্বর্ণ চোরাচালানের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউলার নাসিরকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে নাসিরের উত্তরার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সম্প্রতি বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ (ডিজিএম) ৫ জনকে গ্রেফতার করে রিমান্ডে আনা হয়েছিল। রিমান্ডে তারা নাসিরের সংশ্লিষ্টতা স্বীকার করে। নাসির পাইলট এবং কেবিন ক্রুদের সঙ্গে সলাপরামর্শ করে শিডিউল তৈরি করে চোরাচালানে সহায়তা করতো।

গ্রেফতারের পর বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও নিশ্চিত করেছে ওই সূত্র।

আরো জানা যায়, স্বর্ণ চোরাচালানে বিমান কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়টি সুরাহা করতে আরো বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।