ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

প্লেনে যাত্রী সেবার মান বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মে ৮, ২০১৪
প্লেনে যাত্রী সেবার মান বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ ছবি: সংগৃহীত

ঢাকা: প্লেনে যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।



প্রধানমন্ত্রী বলেন, আমরা বিমানবন্দরগুলোর মান উন্নীতকরণ, নিরাপদ বিমান অবতরণ এবং আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প নিয়েছি। এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপগ্রেডেশনের জন্য ৫৩১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ট্যাক্সিওয়ে- লাইটিং সিস্টেম স্থাপন ও বিমানবন্দরের ড্রেনেজ সিস্টেম উন্নয়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৮৮ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে এ বিমানবন্দরের রানওয়ের ওভারলেকরণ প্রকল্প আগামী মাসে শেষ হবে। ১৩২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে বেস‍ামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’র প্রধান কার্যালয় স্থাপনের কাজ চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে স্থাপনের কাজ হাতে নিয়েছি।

পর্যটন শিল্পকে আরও বিকাশমান করার উদ্যোগ নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ভিত্তি করে পর্যটন খাতের বিকাশের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা সম্ভব। সরকার এ লক্ষ্যে কাজ করছে।

সমুদ্র সৈকতে ডেঞ্জার জোনে ডেঞ্জার পিরিয়ডে না নামতে পর্যটকদের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সবাইকে সচেতন হতে বলেন তিনি। ডেঞ্জার জোনো যেন কেউ না নামতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর হতে বলেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।