ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

মালদ্বীপে বিমান পরিষেবায় সেরা পুরস্কার ইউএস-বাংলার জাহিদুলের 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
মালদ্বীপে বিমান পরিষেবায় সেরা পুরস্কার ইউএস-বাংলার জাহিদুলের 

ঢাকা: আন্তর্জাতিক রুটে পরিচালিত হওয়া বিমান পরিষেবার মধ্যে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মালদ্বীপ এয়ারপোর্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম।

রোববার মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ডোনার হাত থেকে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কার গ্রহণ করেন মো. জাহিদুল ইসলাম।

 

এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৩৪টিরও বেশি এয়ারলাইন্স কোম্পানি অংশগ্রহণ করে।

যাত্রীবান্ধব ম্যানেজার হিসেবে পরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারটি অর্জন করায় প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet