ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বেবিচক কর্মকর্তাদের আবাসন ঋণ দেবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
বেবিচক কর্মকর্তাদের আবাসন ঋণ দেবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক

ঢাকা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ঋণ দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেবিচকের সম্মেলন কক্ষে বেবিচক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের মধ্যে এই সমঝোতা হয়।

এ দিন সন্ধ্যায় বেবিচকের জনসংযোগ শাখার উপ-পরিচালক সোহেল কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সময়ের ধারাবাহিকতায় সরকারি কর্মচারীদের আর্থিক সীমাবদ্ধতা, জমি বা বাড়ি ক্রয়ের মূল্য বৃদ্ধি ও আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে সরকার ২০১৮ সালের ৩০ জুলাই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান নীতিমালা প্রণয়ন করে। সে প্রেক্ষিতে সরকারি কর্মচারীরা এ সুবিধা ভোগ করছেন।

বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সরকারি কর্মচারীদের মতো ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ঋণ দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে ২৭২তম বোর্ড সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২১ সালের ২৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেয়।  

অর্থ মন্ত্রণালয় কর্তৃক আরোপিত বিভিন্ন শর্তাবলি প্রতিপালন করে সরকারি কর্মচারীদের মতো কর্তৃপক্ষের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয়, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নীতিমালা-২০২১ জারি করা হয়।

সেই মোতাবেক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ঋণ দেওয়ার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকসমূহের সাথে চুক্তি সম্পাদনের আগ্রহ ব্যক্ত করে চিঠি পাঠানো হলে সংশ্লিষ্ট ব্যাংকসমূহ তাদের স্ব-স্ব খসড়া সমঝোতা স্মারক প্রেরণ করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ব্যাংকসমূহের সাথে আলোচনা ও পর্যালোচনা করে খসড়া চুক্তি চূড়ান্ত করে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বিদ্যমান নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা খুবই স্বল্প পরিমাণ ঋণ পেতেন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ, জমিসহ বাড়ি, ফ্ল্যাট ক্রয়ের নীতিমালা অনুমোদন এবং সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের সাথে চুক্তি সম্পাদনের ফলে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপকৃত হবেন।

সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা বলেন, এই চুক্তি সম্পাদনের ফলে একদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা উপকৃত হবেন। অপরপক্ষে দেশের আবাসন খাত তথা জিডিপির বৃদ্ধিতেও তা ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান ছাড়াও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল কবির এবং বেবিচক কর্তৃপক্ষ ও ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এমকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।