ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

হুমায়ূনের এংগা, বেংগা, চেংগা

আদিত্য আরাফাত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২
হুমায়ূনের এংগা, বেংগা, চেংগা

বইমেলা থেকে: ‘নিষাদের বাবার কথা শেষ হওয়ার আগেই নিষাদের মা স্পষ্ট শুনলেন-খলখল হাসির শব্দ। একজন না, কয়েকজন হাসছে।

তিনি বললেন, তুমি কি কোনো হাসির শব্দ শুনেছ, নিষাদের বাবা বললেন, না তো। আমি কিন্তু স্পষ্ট শুনেছি। কারা হাসছে? এংগা, বেংগা, চেংগা?’

বইয়ের ফ্ল্যাপে হুমায়ূন আহমেদ এভাবেই বইয়ের বর্ণনা দিয়েছেন।
    
নিষাদ, নিষাদের মা, নিষাদের বাবাকে নিয়ে হুমায়ূন আহমেদের বই-এংগা, বেংগা, চেংগা। ধ্রব এষের প্রচ্ছদে শিশু কিশোরদের গল্পের এ বইটি রোববার এসেছে অন্যপ্রকাশ থেকে।

লেখালেখির প্রায়, শুরু থেকে নন্দিত এ লেখক শিশু-কিশোরদের জন্য লিখেছেন-নীল হাতি, ভূত ভূতং ভূতৌ, নুহাশ এবং আলাদীনের আশ্চর্য চেরাগ, তোমাদের জন্য ভালোবাসা, বোকাভূ, টগর এন্ড জেরী এবং মিরখাইয়ের অটোগ্রাফসহ প্রভৃতি বই।

উল্লেখ্য, এবারের বইমেলায় এ বইটিসহ হুমায়ূন আহমেদের মোট বইয়ের সংখ্যা ৬।

অন্যপ্রকাশ থেকে এসেছে মেঘের ওপর বাড়ি, যখন নামবে আঁধার, হিমু এবং হার্ভাড পিএইড বল্টু ভাই, নিউইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ এবং কাকলী প্রকাশনী থেকে এসেছে দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই।

বাংলাদেশ সময়:২১০০ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৯,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad