ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

আনিসুল হকের উপন্যাস পড়লে পাঠক বিভ্রান্ত হবে: চিনু কবির

এম জে ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২

ঢাকা: হাঁটতে হাঁটতে মেলায় দেখা হয়ে গেল ছোটকাগজ `ক্যাথারসিস’র সম্পাদক চিনু কবিরের সঙ্গে। তিনি ঠাকুরগাঁও থেকে বই মেলায় এসেছেন বাংলা একাডেমী আয়োজিত ‘জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি: হেমাঙ্গ বিশ্বাস’ শীর্ষক আলোচনায় অংশ নিতে।

 

বইমেলা প্রসঙ্গে চিনু কবির বলেন ‘বাঙালির দীর্ঘদিনের গৌরবের জায়গা, উচ্ছ্বাস ও আবেগের জায়গা বইমেলা। বইমেলা শুধুমাত্র রাজধানীতে হওয়া উচিৎ নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে বইমেলা আয়োজন করা উচিত। মেলায় এখন সস্তা, মানহীন ও জনপ্রিয় ধারার বইয়ের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে। মানহীন ও নিম্নরুচির এই সব বই জাতিকে গঠন করতে পারে না, বরং তা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। এ কারণে ব্যথা পাই, এতো দূর থেকে এসে ভালো বই খুঁজে পাই না। বইমেলায় এলে এখন শুধু পয়সাপাতি নষ্ট হয়, শরীরের পরিশ্রম হয়। ’

কেন মানসম্মত বই প্রকাশিত হচ্ছে না, জানতে চাইলে তিনি বলেন ‘জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠিতায় যে প্রক্রিয়া দরকার তা উপস্থিত নাই। যে ধরনের রাষ্ট্র এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে আমাদের রাষ্ট্র সেরকম চারিত্রিক বৈশিষ্ট্যের নয়। এর প্রভাব সমাজ ও রাজনৈতিক জীবনের সর্বত্র পড়েছে, প্রকাশনা শিল্পেও এ প্রভাব স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে। আমাদের আর্থ-সামাজিক জীবনে যে চরম অস্থিরতা; এ পরিস্থিতিতে একটা পাঠপ্রিয় জাতি গড়ে উঠবে কীভাবে?’

মিডিয়ার সমালোচনা করে চিনু কবির বলেন ‘মিডিয়াগুলি যে ধরনের প্রচার করে, যাদের বইয়ের প্রচার করে তাতেই একটা চরম ক্ষতি হচ্ছে। মিডিয়ায় প্রচারিত জনপ্রিয় আর সস্তা-মানহীন বইয়ের তালিকা মথায় নিয়েই সাধারণ পাঠকেরা বইমেলায় প্রবেশ করে। ভালো ভালো কিছু বই থাকলেও সেগুলির কোনও প্রচার না থাকায় পাঠকেরা বিভ্রান্ত হচ্ছে। ’

লেখকদের প্রসঙ্গে তিনি বলেন ‘লেখকেরা সহজ পথে দ্রুত জনপ্রিয় লেখক হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। একজন প্রকৃত লেখককে অনেক সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠতে হয়। পাঠকেরাও এখন সহজ ও তরল, সস্তা ও জনপ্রিয় বই চায়। এই পরিস্থিতির জন্য লেখকেরাও দায়ী। যেমন এবারের বইমেলায় আনিসুল হকের ‘যারা ভোর এনেছিল’, উপন্যাসের আদলে যে ইতিহাস লেখা হয়েছে তা পড়লে পাঠকেরা বিভ্রান্ত হবে। পাঠক যদি ইতিহাস না জেনে এই উপন্যাস পড়ে বিভ্রান্ত হয় তবে তার দোষ পাঠককে দেয়া যায় না। ’

তরুণদের লেখালেখি বিষয়ে চিনু কবির বলেন ‘তরুণেরাই কবিতায় অন্তত সবচেয়ে ভালো কাজ করছে, তবে তা পরিমাণে খুবই অল্প। আশা ও স্বপ্নের পুরোটাই তরুণদের ঘিরে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৮, ফেব্রুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।