ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

‘এখন বইয়ের প্রচ্ছদ, ছাপার মান, বাঁধাই অনেক ভালো’

এম জে ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বইমেলা থেকে: মৌসুমী প্রকাশকের ভিড়ে মেলায় যারা সারা বছর পাঠকের হাতে সৃজনশীল বই তুলে দেয়, সে রকম এক প্রকাশনা প্রতিষ্ঠান ‘রোদেলা প্রকাশনী’। বইমেলায় কথা হয় রোদেলা প্রকাশনীর কর্ণধার মো. রিয়াজ খাঁনের সঙ্গে।

মেলা ব্যবস্থাপনা, স্থান সংকূলান না হওয়া, বাংলা একাডেমীর ভূমিকা এবং প্রকাশনা শিল্পের নানাবিধ বিষয় তিনি বাংলানিউজকে অবহিত করেন।  

বইমেলায় পাঠক সমাগম প্রসঙ্গে রিয়াজ খাঁন বলেন ‘গতবারের চেয়ে এবারে পাঠকরা বেশি পরিমাণে ও স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছেন। এভাবে অংশগ্রহণের ব্যাপারটা বেশ আশাবাদী হওয়ার মতো একটা বিষয়। বইমেলার সার্বিক ব্যবস্থাপনা আগের চেয়ে ভালো, ধূলাও কম দেখা যাচ্ছে। বিদ্যুৎ-পানির সংকট নাই, মেলা পরিচ্ছন্ন ও গোছানো। ’

বইমেলায় স্থান সংকুলান প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাপক মাত্রায় স্থান সংকট রয়েছে। বইমেলা হল লেখক-পাঠক-প্রকাশকের মিলনমেলা। কিন্তু আমাদের এই মেলায় পাঠকের সঙ্গে লেখকের বা প্রকাশকের মিলিত হবার কোনো সুযোগ নেই স্থানাভাবে। মেলায় প্রকাশকরা যতোটুকু জায়গা পান, তাতে সুন্দর ও সুষ্ঠুভাবে একটা স্টল পরিচালনা করা যায় না। অনেকে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সংগঠনের নামে স্টল পাচ্ছেন।   এতে অনেক ভালো প্রকাশক বাইরে চলে যাচ্ছেন, অথবা খুবই সংকীর্ণ একটা স্টল পাচ্ছেন। বাংলা একাডেমী যদি নীতিমালা করে যে, শুধুমাত্র সারা বছরের প্রকাশকেরাই শুধু স্টল বরাদ্দ পাবেন, তাহলে কিন্তু দুইশ’র বেশি প্রকাশক পাওয়া যাবে না। তখন স্থান পরিবর্তন না করেও মেলা সুন্দরভাবে বাংলা একাডেমী প্রাঙ্গণেই আয়োজন করা যাবে। ’

প্রকাশনা শিল্পে তরুণদের আগমন প্রসঙ্গে প্রকাশক রিয়াজ খাঁন বলেন, ‘তরুণ প্রকাশকদের অংশগ্রহণে প্রকাশনা শিল্পের মান বৃদ্ধি হচ্ছে। আগের চেয়ে এখনকার বইয়ের প্রচ্ছদ, ছাপার মান ও বাঁধাই অনেক ভালো। এগুলোতে তরুণ প্রকাশকদের অবদান অনস্বীকার্য। ’

প্রকাশনা শিল্পের আরো অগ্রগতিতে করণীয় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বই সম্পাদনায় বাংলা একাডেমী বা সরকারের তরফ থেকে সহযোগিতা পাওয়া গেলে ভালো হতো। এতে করে নি¤œমানের বই কম প্রকাশিত হতো। ’

বইমেলায় পাইরেটেড বই প্রসঙ্গে রোদেলার প্রকাশক রিয়াজ খাঁন বলেন, ‘অনেকেই পাইরেটেড বই মেলায় বিক্রি করছেন। আবার অনেকে ভারতীয় জনপ্রিয় লেখকের বই অনুমতি নিয়েই প্রকাশ করেছেন। কিন্তু পাইরেটেড বইয়ের কারণে তাদের বই আর আলাদা করা যাচ্ছে না। ’

এবারের বইমেলায় রোদেলা প্রকাশনী পাঠকের জন্য ৩০টি নতুন বই প্রকাশ করেছে।         

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।