ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

‘এ জাতি পদানত হতে জানে না’ : ভাষাসৈনিক মতিন

মহিউদ্দিন মাহমুদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বইমেলা থেকে: ভাষাসৈনিক আবদুল মতিন বলেছেন, ‘বাঙালিরা মাথা নত করেনি। এ জাতি পদানত হতে জানে না।

এই বাংলায় ইংরেজদের ইংরেজির পর পাকিস্তানের উর্দু ভাষা প্রভাব বিস্তার করতে চেয়েছিল। কিন্তু বাঙালিরা সবাইকে বিতাড়িত করেছে। সবার সব অপচেষ্টাকে নাই করে দিয়েছে। ’

বৃহস্পতিবার বইমেলায় নাসির আলী মামুনের লেখা আদর্শ প্রকাশনী প্রকাশিত ‘শামসুর রাহমান আল মাহমুদ তফাৎ ও সাক্ষাৎ’ বইয়ের মোড়ক উন্মেচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভাষাসৈনিক আহমদ রফিক, কবি আল মাহমুদ, কবি ও সাংবাদিক সালেহ চৌধুরী।

আবদুল মতিন বলেন, ‘পৃথিবীতে একটি মাত্র ভাষা বাংলা। যার জন্য মানুষ রক্ত দিয়েছে। এ ভাষার রক্তাক্ত ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এর ঐতিহ্য। এটি যেমন বৈজ্ঞানিক তেমনি সুন্দর। ’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভাষা সৈনিক আহমদ রফিক বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে তরুণদের এগিয়ে আসতে হবে। সামনে অনেক পথ পাড়ি দিতে হবে। ’

বই সর্ম্পকে তিনি বলেন, ‘কবি শামসুর রাহমান ও কবি আল মাহমুদ বাংলা সাহিত্যের সম্পদ। তাদের দুজন সর্ম্পকে বই লিখে অত্যান্ত সাহসী এবং গুরুত্ব কাজ করা হয়েছে। ’

কবি আল মাহমুদ বইমেলা সর্ম্পকে বলেন, ‘মানুষের কোলাহল, ভিড়, ঠেলাঠেলি আজ দারুণ উৎসবে পরিণত হয়েছে। এই বইমেলা বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় এক তরঙ্গময় নতুন দিগন্তের সৃষ্টি করেছে। ’

তিনি বলেন, বই লিখে আমরা বাঁচি, আনন্দ পাই। এই বই নিয়ে আমরা নাচি, আমরা বাঁচি। বইকে সম্মান করি। ’

বইমেলার মোড়ক উন্মেচন
বৃহস্পতিবার মেলায় ৩৫টি বইয়ের মোড়ক উন্মেচন করা হয়েছে। এতে বিশিষ্ট্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী শারিতা মিল্লাত ঋতুর লেখা আগামী প্রকাশনী থেকে প্রকাশিত ‘রস কস শিঙাড়া বুলবুলি’ বইয়ের মোড়ক উন্মেচন করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু মিয়াজী পাবলিকেশন্স প্রকাশিত শিখা কর্মকার স্বাধীনের লেখা ‘নারী অতীত ও বর্তমান’ বইটির মোড়ক উন্মেচন করেন।

এসময় আমির হোসেন আমু বই প্রসঙ্গে বলেন, ‘আগামী দিনে বইয়ের মাধ্যমে দেশের শিক্ষা সংস্কৃতি বিশ্বের বুকে তুলে ধরা হবে। ভাষা আন্দোলন দিয়ে শুধু নিজের ভাষার অধিকারই আদায় করিনি। বিশ্বের জন্য একটা নিদর্শন স্থাপন করেছি। ’

পাঠশালা প্রকাশনী থেকে প্রকাশিত ‘সোনার পাতা’ বইয়ের মোড়ক উন্মেচন করেন সদ্য বিদায়ী নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।