ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

হুমায়ূনের দাঁড়কাকের সংসার

আদিত্য আরাফাত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২
হুমায়ূনের দাঁড়কাকের সংসার

বইমেলা থেকে: কানন বালা দেবীর বিখ্যাত গান- ‘যদি ভালো না লাগে তবে দিও না মন’। মানব প্রজাপতির একটি সমস্যা হলো, ভালো না লাগলেও মন দিয়ে বসে থাকে।

এ রকম একটি সমস্যা নিয়ে উপন্যাস লিখতে বসে লিখে ফেললাম ‘দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই’।

বইয়ের ফ্ল্যাপে জনপ্রিয় কথাসাহিত্যিক হূমায়ূন আহমেদ এভাবেই বইটি সম্পর্কে বলেছেন।

মেলার ১৫তম দিনে অবশেষে এসেছে কাকলী প্রকাশনী থেকে হুমায়ূন আহমেদের ‘দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই’।

বইটি প্রেমের উপন্যাস নাকি অপ্রেমের উপন্যাস এ নিয়ে সন্দিহান স্বয়ং লেখকই। হুমায়ূন আহমেদ বইয়ের ফ্ল্যাপে লেখেন- ‘এটি প্রেমের উপন্যাস নাকি অপ্রেমের তা বুঝতে পারছি না। লেখকরা সব সময় বুঝেসুঝে লিখেন তা কিন্তু না। ’

বইয়ের ফ্ল্যাপে হুমায়ূন আহমেদ তার যাপিত জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। নন্দিত এ কথাসাহিত্যিক লেখেন, ‘আমি কোথাও যাই না বলেই মাঝে মাঝে আমার ফ্ল্যাটে জম্পেশ আড্ডা হয়। যে রাতে আড্ডা থাকে না আমি শাওনকে নিয়ে ছবি দেখি। ’

বইয়ের ফ্ল্যাপে তিনি আরও লেখেন, ‘জোছনা আমার অতি প্রিয়। প্রতি পূর্নিমাতেই নুহাশপল্লীতে যাই জোছনা দেখতে, সঙ্গে পুত্র নিশাদ। প্রবল জোছনা আমার মধ্যে এক ধরণের হাহাকার তৈরি করে। সেই হাহাকারের উৎস অনুসন্ধান করে জীবন পার করে দিলাম। ’

কাকলী প্রকাশনীর প্রকাশক এ কে নাছির আহমেদ সেলিম বলেন, ‘মেলার শুরু থেকেই হুমায়ূন আহমেদ ভক্তদের বইটি সম্পর্কে আগ্রহ দেখা গেছে। ’

তিনি জানান, তার স্টলে এ পর্যন্ত এ বইটিই বেশি বিক্রি হচ্ছে।

‘দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই’ বইটির প্রচ্ছদ এঁকেছেন মাসুম রহমান। কাকলী প্রকাশনী থেকে প্রকাশিত ৮৮ পৃষ্ঠার এ উপন্যাসটির দাম ১৮০ টাকা।

উল্লেখ্য, এবারের একুশে বইমেলায় এ পর্যন্ত হুমায়ূন আহমেদের নতুন ৪টি বই এসেছে। অন্যপ্রকাশ থেকে এসেছে- মেঘের ওপর বাড়ি, হিমু ও হার্ভাড পিএইচডি বল্টু ভাই, নিউ ইর্য়কের নীল আকাশে ঝকঝকে রোদ।

প্রকাশকরা জানিয়েছেন, সামনের সাপ্তাহের মধ্যে আরও একাধিক বই আসছে নন্দিত এ লেখকের।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।