ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বইমেলায় ‘বিজ্ঞান একাডেমী’

এম জে ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২
বইমেলায় ‘বিজ্ঞান একাডেমী’

বইমেলা থেকে: বইমেলায় একটি ব্যাতিক্রমধর্মী স্টল ‘বিজ্ঞান একাডেমী’। শুধুমাত্র বিজ্ঞান এবং গণিত বিষয়ক বইপত্র প্রকাশ করে থাকে এ প্রকাশনীটি।

 

বিজ্ঞান একাডেমীর প্রকাশক আবু ম‍ুসা সরকার বাংলানিউজকে বলেন, ‘বিজ্ঞান শিশু-কিশোরেরাই পড়ে, চুল পাকা লোকেরা পড়ে না। এদেশে ৯ম-১০ম শ্রেণীর পর আর বিজ্ঞান পড়ে না কেউ। ’
 
বইমেলায় শিশুকিশোরদের বইয়ের বাজে দশা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজ্ঞানে গোঁজামিল দেওয়ার কোন সুযোগ নেই। বিজ্ঞানের বইয়ে সামান্য ভুল হলে সবই পাল্টে যাবে, অনু হয়ে যাবে পরমানু আর অক্সিজেন হয়ে যাবে হাইড্রোজেন। ’

শিশুদের বিজ্ঞানের বইয়ে আগ্রহ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শিশুদের অনেক আগ্রহ, এখন আর তারা ভূতের গল্প শুনে বা ঘুমপাড়ানি  গানে ঘুমাতে চায় না। সূর্যের ওপারে কি আছে তা তারা জানতে চায়। যেমন আমাদের স্টলের ৯০% ক্রেতাই হচ্ছে শিশু-কিশোর। ’

তিনি আরো বলেন, ‘প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে প্রচুর পরিমানে বিজ্ঞানের বই থাকা উচিৎ। কিন্তু আমাদের দেশের অভিভাবকেরা ও শিক্ষকেরা নিজেরা বইমেলায় আসেন না, বইও কেনেন না। শিক্ষকরা টিউশানি নিয়ে ব্যস্ত থাকেন। ’
 
তিনি আরো বলেন, ‘ড. জাফর ইকবাল আফসোস করে বলেন, গ্রামের শিক্ষার্থীরা আর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান পড়তে আসছে না। কিন্তু জাফর ইকবাল তো আর গ্রামের বিদ্যালয়ে শিক্ষকতা করেন না।
তাই এই বিদ্যালয়গুলির পাঠাগারে বিজ্ঞান ও গণিতের বই অত্যন্ত জরুরি। ’

বাংলাদেশ সময় : ১৭১৫, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad