ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

বইমেলায় ‘টু উইমেন’

এম জে ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২
বইমেলায় ‘টু উইমেন’

বইমেলা থেকে: আজ বিশ্ব বরেণ্য কথাসাহিত্যিক আলবার্তো মোরাভিয়ার নন্দিত উপন্যাস ‘টু উইমেন’ বইমেলায় এনেছে ‘সংহতি’ প্রকাশন। বইটি অনুবাদ করেছেন দিলাওয়ার হাসান।

প্রচ্ছদশিল্পী সব্যসাচী হাজরা।

মোরাভিয়াকে বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। টু উইমেনের  কাহিনীর সময়কাল ও পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফ্যাসিবাদ ও মুসোলিনির ঘোর সমালোচক মোরাভিয়ার এই উপন্যাসটিতে স্বৈরতন্ত্রের নৃশংসতা ও মানববিদ্বেষী দিকটিই প্রতিফলিত হয়েছে।

মোরাভিয়ার এই উপন্যাসটি ১৯৬০ সালে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ভিক্তোরিও ডি সিকা কর্তৃক চলচ্চিত্রায়িত হয়। অস্কার বিজয়ী এই চলচ্চিত্রটিও বিশ্বব্যাপী সমাদৃত হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।