ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

মেলায় কোনো বৈচিত্র্য নেই: নির্মলেন্দু গুণ

এম জে ফেরদৌস ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১২
মেলায় কোনো বৈচিত্র্য নেই: নির্মলেন্দু গুণ

ঢাকা: সন্ধ্যার পর মেলায় ঢুকলেন কবি নির্মলেন্দু গুণ। তিনি মেলায় ঢোকা মাত্রই তাকে ঘিরে ধরে পাঠকরা।

তাকে বেষ্টন করে থাকা পাঠকদের সঙ্গে কথা বলতে বলতে তিনি এক সময় গিয়ে বসেন ‘আবিষ্কার’ প্রকাশনীর স্টলে।

এবারের মেলা প্রসঙ্গে জানতে চাইলে, নির্মলেন্দু গুণ বলেন  প্রতিবারের মতো এবারের মেলাও একই রকম লাগছে। এবারের মেলার বিশেষ কোনো বৈচিত্র্য নেই।
 
নির্মলেন্দু গুন বাংলানিউজকে জানান, আবিষ্কার প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার কবিতার বই ‘ইয়াহিয়াকাল’।

বইটিতে ইয়াহিয়া খানের শোষনের শুরু থেকে আত্মসমর্পন পর্যন্ত রাজনৈতিক কালের ইতিহাস কবিতায় বর্ণনা করা হয়েছে। ইতিহাস বিস্মৃত জাতি বাঙালির কাছে ঐতিহাসিক ঘটনাবলির ব্যাঙ্গবিদ্রুপের মাধ্যমে প্রকাশ করেছেন কবি নির্মলেন্দু গুণ।  
এছাড়াও এ মেলায় প্রকাশিত হয়েছে তার ক্রিকেট বিষয়ক বই ‘ক্রিকেট সমগ্র’।

বাংলাদেশ সময় ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।