ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

মেলায় জুনোর মুক্তিযুদ্ধের বই

এম জে ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২
মেলায় জুনোর মুক্তিযুদ্ধের বই

ঢাকা : মেলায় এসেছে হায়দার আনোয়ার খান জুনোর মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে বই একাত্তরের রণাঙ্গন শিবপুর।

১৯৭১ সালের   জাতীয় মুক্তিযুদ্ধে, নরসিংদী জেলার শিবপুর উপজেলার কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয় কমিটির নেতৃত্বে যে ব্যতিক্রমধর্মী যুদ্ধ সংগঠিত হয়েছিল তার বিবরণ তুলে ধরা হয়েছে এই বইয়ে।



লেখক নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন এবং ১৯৭১ সালের নয় মাসের বেশিরভাগ সময় শিবপুরে কাটিয়েছেন। কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয় কমিটির তদানীন্তন নেতারা বিভিন্ন লেখায় ও সাক্ষাৎকারে বলেছেন, দেশের অভ্যন্তরে তাঁদের নেতৃত্বাধীন ১৪টির মতো সশস্ত্র ঘাঁটি ছিল এবং শিবপুর ছিল হেড কোয়ার্টার।

বইটিতে যুদ্ধের বিবরণ ছাড়াও জনগণের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া, প্রবাসী সরকারের সাথে সম্পর্ক, মুজিব বাহিনীর ভূমিকা ও ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয়ে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা পাওয়া যাবে।

হায়দার আনোয়ার খান জুনোর একাত্তরের রণাঙ্গন শিবপুর বইটি প্রকাশ করেছে সংহতি প্রকাশন, প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।

বাংলাদেশ সময় : ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।