ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

হাসান আজিজুল হকের ‘মুক্তিযুদ্ধের গল্প’ এনেছে ইত্যাদি

এম জে ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২
হাসান আজিজুল হকের ‘মুক্তিযুদ্ধের গল্প’ এনেছে ইত্যাদি

বইমেলা থেকে: এবারের বইমেলায় উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘মু্ক্তিযুদ্ধের গল্প’ নিয়ে এসেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

মেলার চতুর্থ দিন শনিবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে কথা হয় ইত্যাদি গ্রন্থ প্রকাশের আদিত্য অন্তরের সঙ্গে।



তার ভাষায় ‘গতবারের চেয়ে এবারের মেলার পরিবেশ তুলনামূলক ভালো। বাংলা একাডেমীর বর্তমান মহাপরিচালক শামসুজ্জামান খান মেলার বিষয়ে যথেষ্ট আন্তরিক। আয়োজক কমিটিতে যারা আছেন, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকাশকদের প্রতিনিধি এরা যদি মেলার বিষয়ে আরও আন্তরিক হন তাহলে মেলার পরিবেশ আরও সুন্দর হবে। ’

বিক্রি বিষয়ে বলেন, ‘বেচাকেনা ভালোই হচ্ছে। তবে প্রত্যাশিত মাত্রায় বেচাকেনা এখনো শুরু হয়নি। লোকজন এখন বই বাছাইয়ের কাজেই বেশি ব্যস্ত। দিন যত যাবে বিক্রিও তত বাড়বে। আর ইত্যাদি যেহেতু সিরিয়াস বই বের করে, তাই আমাদের বিক্রি শেষের দিকে ভালো হয়। ’
 
ইতিমধ্যে ইত্যাদি প্রকাশনী পাঠকের জন্য মেলায় হাজির করেছে যেসব বই তা হলো, হাসান আজিজুল হকের ‘মুক্তিযুদ্ধের গল্প’, আবু জাফর খানের উপন্যাস ‘জ্যোৎস্নায় ফুল ফোটার শব্দ’, কাজী সাইফুল ইসলামের ‘নিষিদ্ধ অঙ্গনা’সহ বেশ কিছু বই।

বাংলাদেশ সময়: ১৭৩০, ফেব্রুয়ারি ৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।