ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বইমেলার আনন্দঘন সন্ধ্যায় ল্যাম্পোস্টের প্রতিবাদ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২
বইমেলার আনন্দঘন সন্ধ্যায় ল্যাম্পোস্টের প্রতিবাদ!

বইমেলা থেকে : আনন্দয়ময় মেলায় তখন সন্ধ্যা নেমেছে। জমজমাট বইমেলা প্রাঙ্গণ।

এমন সময় মেলার তথ্যকেন্দ্রের সামনে প্রতিবাদমুখর ল্যাম্পপোস্ট কর্মীরা।

ল্যাম্পপোস্ট একটি পাঠচক্রভিত্তিক ছোটপত্রিকা। মেলার তথ্যকেন্দ্রের সামনে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘ল্যাম্পোস্ট’। তারা অভিযোগ করেন, তাদেরকে স্টল বরাদ্দ দিয়েও আবার তা বাতিল করা হয়েছে।
 
ল্যাম্পোস্টের সম্পাদক আশীষ কোড়ায়া বাংলানিউজকে বলেন, ‘গতবছরও বইমেলায় লিটল ম্যাগাজিন চত্ত্বরে ল্যাম্পপোস্ট স্টল বরাদ্দ পায়। এবারও বরাদ্দের আবেদনের প্রেক্ষিতে ২৫ জানুয়ারি বাংলা একাডেমীর নোটিশ বোর্ডে কাঁঠালতলার ৪ নম্বর স্টলে ল্যাম্পপোস্টের জন্য বরাদ্দ করা হয়। কিন্তু ২৬ জানুয়ারি ৫শ’ টাকা পে অর্ডার করে কমিটির কাছে রশিদ জমা দিতে গেলে স্টল বরাদ্দ বাতিলের কথা বাংলা একাডেমী কর্তৃপক্ষ জানায়। বাংলা একাডেমী কারণ উল্লেখ করে জানায়, ল্যাম্পপোস্ট যেহেতু রাজনৈতিক মতাদর্শ ধারণ করে, সেহেতু এর স্টল বরাদ্দ বাতিল করা হয়েছে। ’

আশিষ কোড়ায়া অভিযোগ করেন, ‘জাতীয়ভাবে নেতৃত্ব দেওয়া বাংলা একাডেমীর এ আচরণ জ্ঞান বিকাশের ক্ষেত্রে নৈতিকতা বিরোধী। ’

উল্লেখ্য, পাঠচক্র ভিত্তিক সংগঠন ল্যাম্পপোস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো গোয়েন্দা নজরদারিতে রয়েছে।

বাংলাদেশ সময় ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।