ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধের বই ‘ছত্রভঙ্গের পূর্বাপর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১২

ঢাকা: বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা ‘ছত্রভঙ্গের পূর্বাপর’ শুক্রবার মেলাতে এসেছে। বইটি প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ।

দাম ৩৫০ টাকা।

বইটিতে ১৯৪৭ সালের বাংলা বিভক্তির ইতিহাস তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে পুঁজিবাদের বিরুদ্ধে অব্যহত লড়াইয়ের কথা। কারণ এই পুঁজিবাদই নিজেকে প্রছন্ন রেখে ৪৭ সালে বাংলাকে বিভক্ত করেছে।

বইটিতে তিনি লিখেছেন, বাংলার মানুষ ব্রিটিশ ঔপনিবেশ এবং এর পরবর্তী সময়ে পাকিস্তানের আংশিক ঔপনিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। কিন্তু মানুষ ছত্রভঙ্গদশা থেকে মুক্তি পায়নি আজও।

তবে আশার কথা গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য অনেকেই লড়াই করে যাচ্ছেন। আর এ লড়াইটা মূলত পুঁজিবাদের বিরুদ্ধে সা¤্রাজ্যবাদের লড়াই।

বইটিতে তুলে ধরা হয়েছে সেই লড়াইয়ের কথা। আশার কথা। শত্রু ও মিত্রকে চিহ্নিত করার কথা লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী তার বইতে।

বাংলাদেশ সময় : ১৯৪০ ঘণ্টা,  ফেব্রæয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।