ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

এবারের মেলা আরও জমবে: সৈয়দ আবুল মকসুদ

এম জে ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২
এবারের মেলা আরও জমবে: সৈয়দ আবুল মকসুদ

বইমেলা থেকে: বইমেলা জুড়েই তখন ভিড়। এরই মধ্যে সাদা কাপড় গায়ে জড়িয়ে খুব নিরবে বের হয়ে যাচ্ছিলেন একজন।

তিনি সৈয়দ আবুল মকসুদ।

দৌঁড়ে গিয়ে তাকে থামিয়ে কথা বলতে চাইলে প্রথমে কিছুটা বিস্মিত হন। পরে নিস্পৃহভাবে বলতে শুরু করেন, ‘মেলা তো সবে শুরু হলো, এখনি কি বলব মেলা সম্পর্কে। তবে মনে হচ্ছে, এবারের মেলা অারও জমবে। ’

এবারের মেলায় তার কোনো বই আছে কি-না জানতে চাইলে জানান, মেলায় কাগমারী সাংস্কৃতিক সম্মেলন, ভাসানী কাহিনী, সৈয়দ আবুল মকসুদের নির্বাচিত কবিতাসহ মোট চারটি নতুন বই বের হচ্ছে।

এছাড়া তার ‍পুরনো বই ঢাকার বুদ্ধদেব বসু বইটির পরিবর্তিত ও পরিবধির্ত সংস্করণ বের হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৭, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।