ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

আসন্ন বই মেলার নতুন কবিতার বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২

প্রতি বছরের মতো এবারের মেলায়ও আসবে অসংখ্য কবিতার। এবার মেলায় আসতেছে এমন কিছু কবিতার বইয়ের নাম দেয়া হলো।

তবু বেঁচে থাকা অপরূপ---- সৈয়দ শামসুল হক, শুদ্ধস্বর
ভালোবাসার পদাবলী---- সৈয়দ শামসুল হক, ইত্যাদি গ্রন্থপ্রকাশ
ঘুমের ভেতর নিদ্রাহীন--- আবদুল মান্নান সৈয়দ, শুদ্ধস্বর
ডন জুয়ানের হাজার নারীকে ভাবো---- আলতাফ হোসেন, শুদ্ধস্বর
এই সব অন্যমানবিক কবিতা---আবুবকর সিদ্দিক, শুদ্ধস্বর
রৌদ্র এবং জলের পিপাসা---- ফারুক মাহমুদ, অ্যাডর্ন
স্বপ্নপাড়ানি--- জাহিদ হায়দার, জয়তী প্র্রকাশন
ঘূর্ণির গোয়েন্দা ঘেরা---হাফিজ রশিদ খান, অ্যাডর্ন
জলজ পঙ্ক্তিমালা--- ঝর্না রহমান, শুদ্ধস্বর
যে আগুন অমিতাভ---- মাহবুব সাদিক, অ্যাডর্ন
যুদ্ধভাসান--- মাহবুব সাদিক, অ্যাডর্ন
কবিতা একশত পঞ্চাশ----ফারুক আলমগীর, অ্যাডর্ন

নির্বাচিত কবিতা---তিতাশ চৌধুরী, গতিধারা
অনন্ত স্বপ্নের মাঝে----রবীন্দ্র গোপ, গতিধারা

সাতে নেই, পাঁচে আছি--- সাইফুল্লাহ মাহমুদ দুলাল, নান্দনিক

হারানো ফোনোগ্রাফের গান--- কুমার চক্রবর্তী, শুদ্ধস্বর
চলে যেতে পারি--- খালেদ হোসাইন, অনিন্দ্য প্রকাশন
বেসরকারী কবিতা--- মাহবুব কবির, ভাষাচিত্র
কবিতা সংগ্রহ-এক---শামীম রেজা, অনন্যা
চলি্লশ বসন্তে--- আলফ্রেড খোকন--- জয়তী প্রকাশন
উন্মাদনার কবিতা--- জহির খান
মনে পড়ে একটি জাহাজ, মুখোশবিহীন---চঞ্চল আশরাফ, শুদ্ধস্বর
নো ম্যানস জোন পেরিয়ে---আবু সাঈদ ওবায়দুল্লাহ, শুদ্ধস্বর
দ্বিমেরুযোজন--- তুষার গায়েন, শুদ্ধস্বর
নম্রবচন--- মাহবুব লীলেন, শুদ্ধস্বর
অন্ধ আয়নাযাত্রা---কচি রেজা, কবিতা সংক্রান্তি
জ্বলন্ত ভ্রূণ---- জুনান নাশিত, অ্যাডর্ন



অন্ধের দুরবিন----কামাল মুহম্মদ, অ্যাডর্ন

ছাতিম গাছের গান---- ফেরদৌস মাহমুদ, শুদ্ধস্বর
উন্মাদ পিয়ানোর কম্পন--- সফেদ ফরাজী, ঐতিহ্য
বিস্মৃতি ও বিষাদ টিলা--- তারিক টুকু, সংবেদ
সতীনের মোচড়--- শিমুল সালাহ্উদ্দিন, শুদ্ধস্বর

সময়ের কঠিন বিবরে--- শাহীন ইবনে দিলওয়ার, শুদ্ধস্বর
মেঘেরা উদ্বাস্তু হও, এখানে থিম পার্ক হবে--- অভ্র পথিক, শুদ্ধস্বর

বারুদ ফিরিয়ে নাও---- আফসানা কিশোয়ার, শুদ্ধস্বর
আমার প্রিয় প্রেমের কবিতা---- দিমা নেফারতিতি, শুদ্ধস্বর
শীতঘুম এই বার, যাই---শহীদুল ইসলাম রিপন, ঐতিহ্য
জলচিঠির নীল স্বপ্নের দুয়ার---আমিনুল ইসলাম, অনন্যা

নাচের পৃথিবী----মিজান সরকার, গতিধারা
নিষিদ্ধ প্রিয়া---- অনন্য রাজ্জাক, গতিধারা
যায় দিন একাকী--- দিলরূবা জ্যাসমিন, শ্রাবণ
আমি ও যীশু দুই ভাই--- গনী আদম, ঐতিহ্য
উত্তরসূরী---ডেইজি আহমেদ, গতিধারা
ঝমঝমানো---সরসিজ আলীম, শুদ্ধস্বর
দাসখত---কামরুল কমল, শুদ্ধস্বর
পোড়ামাটির গন্ধ---ফাতেমা হক মুক্তা মনি, শুদ্ধস্বর
স্বপ্ন-অসম্ভব স্বপ্নে ধরি---প্রশান্ত হালদার, অ্যাডর্ন
ধ্যানে ও যাপনে---তনুযা ভট্টাচার্য, অ্যাডর্ন
দেহারণ্যের ভাঁজে শূন্যতার বিলাপ, ইজাজ আহমেদ মিলন, বিভাস
পাপ ও পুনর্জন্ম---চাণক্য বাড়ৈ, ঐতিহ্য

বাংলাদেশ সময় ১৪৪০, জানুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।