ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ইতালীর রাষ্ট্রদূতের বাসভবনে বিশেষ চিত্র প্রদর্শনী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

বাংলাদেশে ইতালী দূতাবাস, সন্তরন আর্ট অর্গেনাইজেশন এবং বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের যৌথ আয়োজনে ২৭ জানুয়ারি শুরু হতে যাচ্ছে From the Karnaphuli শীর্ষক চট্টগ্রামের নির্বাচিত শিল্পীদের বিশেষ দলীয় চিত্রকলা প্রদর্শনী ।

ওইদিন সন্ধ্যা ৬ টায় বাংলাদেশে ইতালীর রাষ্ট্রদূতের বাসভবনে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রদর্শনীতে ২৭ জন শিল্পীর ৮টি স্থাপনাকর্মসহ মোট ৪৩ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ২৯ জানুয়ারি ।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন--- শাহ মো. আনসার আলী, মনসুর উল করিম, অলক রায়, নিলুফার চামান, কে এম এ কাইয়ুম, জসীম উদ্দিন, ওসমান পাশা, তাসাদ্দুক হোসেন দুলু, জাহেদ আলী চৌধুরী, শায়লা শারমিন, আবু নাসের রবি, ইয়াসমিন জাহান নূপুর, বিভোল সাহা, মঞ্জুর আহমেদ, নূর-ই-ইলাহী, নাসির উদ্দিন, শতাব্দী সোম, সুব্রত দাশ, আরিফুজ্জামান, শহীদুল ইসলাম খোকন, সঞ্জয় চক্রবর্তী, রিপন সাহা, আফসানা শারমিন, শারদ দাশ, তানজিল টুশি, মেহেরুন আকতার সুমি, মুশরাত রিয়াজী।

ইতালির রাষ্ট্রদূতের বাসভবনের ঠিকানা : বাসা নং এনডব্লিউ (৭), সড়ক নং ৫৪, গুলশান-২, ঢাকা-১২১২)।

বাংলাদেশ সময় ১২৫৩, জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।