ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

শেরিফ আল সায়ারের কয়েকটি অপেক্ষার গল্প

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২
শেরিফ আল সায়ারের কয়েকটি অপেক্ষার গল্প

ঢাকা : অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গল্পকার ও ব্লগার শেরিফ আল সায়ারের প্রথম গল্পগ্রন্থ ‘কয়েকটি অপেক্ষার গল্প’। বইটি প্রকাশিত হয়েছে আদর্শ প্রকাশনী থেকে।



শেরিফ অনলাইন মিডিয়া এবং ব্লগে বেশ কয়েক বছর ধরেই লেখালেখি করছেন। গল্পগুলো বিভিন্ন সময়ে ব্লগে ও জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বইটিতে মোট ১০টি গল্প স্থান পেয়েছে। এগুলো হচ্ছে : গল্পটি প্রেমেরও হয়ে উঠতে পারতো!, অসম্পূর্ণ গল্প, সময়, ফ্রেম, গন্ধ, অপেক্ষা, মেয়েটি, বকশিশ, ভাঙনের শব্দ শুনি এবং অ্যাবসার্ড।

মধ্যবিত্ত সমাজের নানান ভাবনা ও সম্পর্কগুলোর পরিণতি নিয়েই ‘কয়েকটি অপেক্ষার গল্প’ প্রকাশিত হয়েছে বলে জানান শেরিফ আল সায়ার।

বইটির প্রচ্ছদ এঁকেছেন শিবু কুমার শীল।


বাংলাদেশ সশয় : ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।