ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

রুহু ঘরে নাই

আবু মুসা চৌধুরী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, ডিসেম্বর ৪, ২০২০
রুহু ঘরে নাই আবু মুসা চৌধুরী

দুনিয়ায় মানুষ মরে, কায়া ঝরে
রুহু মরে নাই।
মাটির দেহ রইলো পড়ে
রুহু ঘরে নাই
মাওলা, রুহু ঘরে নাই।

কোথা হইতে আসে রুহু
কোথায় যায় চলি,
উড়াল দিয়া পলায় পাখি
কিছুই না বলি
ও বন্ধু, আমার মনতো ভরে নাই।

এই ভব জগতের রঙ্গমেলায়
সময় গেলো হেলায়-ফেলায়,
এখন মাটির দেহ ঘুমায় দেখো
রুহু পড়ে নাই
দয়াল, রুহু পড়ে নাই।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।