ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

একুশের মেলায় আসছে সাইফুল্লাহ মাহমুদের ৩ বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

ঢাকা: এবারের একুশের বই মেলায় বের হচ্ছে সাইফুল্লাহ মাহমুদ দুলালের তিনটি বই।

কানাডা বিষয়ক ৪০টি নিবন্ধ-প্রবন্ধ নিয়ে লেখা ‘কানাডায় যাবেন, কেন যাবেন?’।

কানাডার অনেক অজানাকে জানা যাবে এ গ্রন্থের মাধ্যমে। বইটির প্রচ্ছদ এঁকেছেন মাসুম রহমান। আর প্রকাশ করেছে ঐতিহ্য।

জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে লেখা কবিতা সংকলণ ‘সাতে নেই, পাঁচে আছি’। নান্দনিক থেকে প্রকাশিত এ কাব্যগ্রন্থের প্রচ্ছদশিল্পী খালিদ আহসান।

ফ্রাঙ্কফুর্ট, জাপান, হংকং, কলকাতা, অটোয়া, নিউইয়র্ক পৃথিবীর বড় বড় গ্রন্থমেলায় ঘুরে বেড়ানো আনন্দ আর অভিজ্ঞতায় সমৃদ্ধ ভ্রমণ কাহিনী নিয়ে লেখা ‘কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা’। আর এটি বের হচ্ছে- স্বরব্যঞ্জন থেকে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad