ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পী পার্থ ও গৌরী ঘোষের আবৃত্তি সন্ধ্যা সিলেটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২
পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পী পার্থ ও গৌরী ঘোষের আবৃত্তি সন্ধ্যা সিলেটে

সিলেট: ‘কবিতার আবৃত্তি শোনার জন্য এরকম ঠাণ্ডা উপেক্ষা করে এত উপস্থিতি এর আগে আমি কোথাও দেখিনি, এ রকম আয়োজন আমাকে অভিভূত করেছে’ এমনই অভিব্যক্তি প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পী পার্থ ঘোষ।

মঙ্গলবার রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বাংলা কবিতার প্রধানতম আবৃত্তিকার পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পী পার্থ ঘোষ ও গৌরী ঘোষের সম্মানে আয়োজিত আবৃত্তি সন্ধ্যায় তিনি এ কথা বলেন।



রাত ১১ টা পর্যন্ত চলে কবিতার এ আসর।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট শিল্পীদ্বয়ের সম্মানে এ আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে।

আবৃত্তি সন্ধ্যায় শিল্পী পার্থ ঘোষ ও গৌরী ঘোষ উপস্থিত দর্শকদের কবিতা আবৃত্তি করে শোনান।

অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের মহান মুক্তিযোদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিল্পী পার্থ ঘোষ ও গৌরী ঘোষ।

পরে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

তাদেরকে ক্রেস্ট প্রদান করে কথাকলি ও নজরুল পরিষদ সিলেট।

দ্বৈতস্বর সিলেট ও গীতবিতান বাংলাদেশের পক্ষ থেকে মনিপুরী চাদরও উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও আবৃত্তি সংগঠন নৃত্য ও আবৃত্তি উপস্থাপন করে।

সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক মো: নিজাম উদ্দিন লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় আবৃত্তি সন্ধ্যায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল প্রমুখ।

এছাড়াও সিলেটের সর্বস্তরের কবিতাপ্রেমী ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৫৮ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad