ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বিস্তারের ‘কেবলই দৃশ্যের জন্ম হয়’ এর ষষ্ঠ পর্ব রোববার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
বিস্তারের ‘কেবলই দৃশ্যের জন্ম হয়’ এর ষষ্ঠ পর্ব রোববার বিস্তারের ‘কেবলই দৃশ্যের জন্ম হয়’ এর ষষ্ঠ পর্ব রোববার

ঢাকা: বিস্তার: চিটাগং আর্টস কমপ্লেক্সের দৃশ্যশিল্পবিষয়ক অন্তর্জাল-অনুষ্ঠান ‘কেবলই দৃশ্যের জন্ম হয়’ এর ষষ্ঠ পর্বটি অনুষ্ঠিত হবে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায়।

এতে ‘শিল্পযাপনের যুগলবীক্ষণ’ শিরোনামের একটি উপস্থাপনা সহযোগে নিজেদের শিল্পীজীবন ও শিল্পচিন্তা নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের সমকালীন ও ভাবনামূলক দৃশ্যশিল্পের প্রধান ও পুরোধাপ্রতিম শিল্পীদ্বয় মাহবুবুর রহমান এবং তৈয়বা বেগম লিপি।

শিল্পানুরাগী সবাই সাদরে আমন্ত্রিত।        

এ আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক:

https://us02web.zoom.us/j/83333432273?pwd=WWd2ZEFsa2x5R2Q1ZTEzeHNsS3A4QT09

Meeting ID: 833 3343 2273

Passcode: bistaar

আর আমাদের ফেইসবুক পেইজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক:

https://www.facebook.com/chittagongartscomplex/

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।