ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

দু’টি পদ্য

আবুল বাশার শেখ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২
দু’টি পদ্য

টক-শো’বাজী

আর কতদিন সইতে হবে
উটকো কথার জ্বালা,
যেমন খুশি বলছে তেমন
মুখেতে নেই তালা!

যতটুকু পারবে তারা
তার চে বেশি বলবে,
নীতি কথা যতই বলুক
মনগড়া মতে চলবে!

দেশের ভাল মন্দ তারা
মন থেকে কভু ভাবেনা,
হারানোর ভয় যেথায়
সেথায় তারা যাবেনা!

উন্নয়নের জোয়ার মুখে
ভারী ভারী কথা,
ভাবতে গেলে এসব নিয়ে
অন্তর করে ব্যথা!


ভাল লাগেTalk

বলতো তোমায় ভাল লাগে কেন?
ভাল লাগে কেন গান?
একদিন যদি না দেখা হয় প্রিয়
মনে জাগে অভিমান!

হৃদয়ে তোমার কার ছবি রাখা
জানিনা তো হfয় কিছু,
তবুও তোমায় ভাল লাগে বলে
নিয়েছি তোমার পিছু।

কখনো যদি আমায় তুমি
একটুকু ভালবাস,
হৃদয় খোলা একবার নয়romance
হাজার বার এস।



অনাগত যুগ পার করে দেব
মিলে মিশে দু’জনে,
শয়নে-স্বপনে এক হয়ে যাব
বলছি মুখে ও মনে।

আবুল বাশার শেখ
ইমেইল: [email protected]

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।