ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

লোক সাহিত্য পুরস্কার ও লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
লোক সাহিত্য পুরস্কার ও  লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার

১০ জানুয়ারি বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে লোক সাহিত্য পুরস্কার ও লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার ২০১০ প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কবি কুমার চক্রবর্তী পাচ্ছেন লোক সাহিত্য পুরস্কার ২০১০।

ঐদিন অনুষ্ঠান মঞ্চে ২০১১ সালের জন্য লোক সাহিত্য পুরস্কারের নাম ঘোষণা করা হবে যা ২০১২ সালে প্রদান করা হবে।

পুরস্কার হিসেবে দেয়া হবে নগদ পঁচিশ হাজার টাকা, সম্মাননাপত্র, ক্রেস্ট  এবং পড়িয়ে দেয়া হবে উত্তরিয়।

২০১০ সালের জন্য লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার পাচ্ছে চারবাক (রিসি দলাই সম্পাদিত)। http://www.banglanews24.com/images/PhotoGallery/2012January/ ১২20120105124411.jpgপুরস্কার হিসেবে দেয়া হবে নগদ দশ হাজার টাকা, সম্মাননাপত্র, ক্রেস্ট এবং সম্পাদককে পড়িয়ে দেয়া হবে উত্তরিয়।

উল্লেখ্য, লোক সাহিত্য পুরস্কারের জন্য কোনো বই জমা নেয়া হয় না। লোক তার নিজস্ব বিবেচনায় একজন তরুণ লেখককে পুরস্কারের জন্য মনোনীত করে। আর লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কারের জন্য ঐ বছর প্রকাশিত লিটলম্যাগগুলো থেকে প্রাথমিকভাবে ১০/১২টি পত্রিকা নির্বাচন করা হয় এবং ৫ সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে গড় মার্কিং করে ১টি পত্রিকাকে চূড়ান্ত করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি চঞ্চল আশরাফ।

বাংলাদেশ সময় ১২২১, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।