ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

করোনা ভাইরাস: শিল্পকলা একাডেমির সব মিলনায়তন বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, মার্চ ১৭, ২০২০
করোনা ভাইরাস: শিল্পকলা একাডেমির সব মিলনায়তন বন্ধ শিল্পকলা একাডেমির লোগো।

ঢাকা: করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে রাজধানীর শিল্পকলা একাডেমির সব মিলনায়তন বন্ধের ঘোষণা দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। বুধবার (১৮ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত শিল্পকলার সব মিলনায়তন বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন একাডেমির জনসংযোগ বিভাগের কর্মকর্তা এস এম সালাউদ্দিন।

তিনি বলেন, করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সরকার জনসমাগমের আয়োজন না করার অনুরোধ করেছে।

এ পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ধ থাকা শিল্পকলা একাডেমির মিলনায়তনগুলোর মধ্যে রয়েছে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল, জাতীয় চিত্রশালা মিলনায়তন এবং জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তন। এর পাশাপাশি শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অবস্থিত কফি হাউজ ও জাতীয় নাট্যশালার ছাদের খাবারের দোকান ‘চিলেকোঠা’ও বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
ডিএন/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।