ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

এহসানুল ইয়াসিনের ৩টি কবিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১
এহসানুল ইয়াসিনের ৩টি কবিতা

সাপ ও ফুল বিষয়ক দর্শন

সাদা ফুল রাতে ফোটে। এবং গন্ধও ছড়ায় অত্যধিক!
দাদু বলতেন
এই গন্ধে নাকি সাপ আসে ফুলতলায় সঙ্গমের জন্য

তবে কি বিষ আর সুবাস দুজনে বান্ধবী!


স্বপ্রাণ ভিক্ষুক

রাজপথে মানুষের দীর্ঘ লাইন থাকে না
    থাকে কেবল দীর্ঘশ্বাস আর শূন্যতা।



প্রতিটি নগরের পিতাই এ রহস্যটা জানেন
তবুও তারা সুবোধ বালক সেজে
ডানা মেলে উড়ার ভান করেন। আর

আমরা কতিপয় স্বপ্রাণ ভিক্ষুক
দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে থাকি

বস্তুত আমরাও নিরস্ত্র পাহারাদার!



পশুবলিতে আনন্দ নেই!

ঘোড়া ঘুমের মতো নিশ্চল অন্ধকার

ডানা মেলে রাত কেবলি দীর্ঘ হচ্ছে। আর
ক্রমান্বয়ে নির্ধারিত হচ্ছে মানুষের নিরাপত্তা
আমি কেবলি নিঃসন্তান পিতার শূন্যতা দিয়ে
সবকিছু বোঝার ভান করছি।
        
তুমি কি এই সময়ে অপেক্ষায় থেকে নিজেকে
     সাপের লেজের মতো গুটিয়ে নিয়েছ?

দোহাই বাইরে এসো
পশুবলিতে আনন্দ নেই!

বাংলাদেশ সময় :  ১৬২৪, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।