ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় কবি সম্মেলন ডিসেম্বরে

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫২, অক্টোবর ৬, ২০১৯
বগুড়ায় কবি সম্মেলন ডিসেম্বরে বগুড়া লেখক চক্রের লোগো

বগুড়া: প্রতি বছরের মতো বগুড়া লেখক চক্রের উদ্যোগে এবারও আয়োজিত হতে যাচ্ছে কবি সম্মেলন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ৪টায় লেখক চক্রের সভাপতি ইসলাম রফিকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ায় আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ৩ দিনব্যাপী ১১তম কবি সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনের কার্যনির্বাহী পরিষদের আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ২০১৯ সালে ৪টি বিষয়ে (কবিতা, গল্প, লিটল ম্যাগাজিন এবং সাংবাদিকতা) পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’ বর্ধিত কলেবরে প্রকাশিত হবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
কেইউএ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।