ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

‘ব্যাড সেক্স অ্যাওয়ার্ড’ পেলেন ডেভিড গুটারসন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১
‘ব্যাড সেক্স অ্যাওয়ার্ড’ পেলেন ডেভিড গুটারসন

আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গুটারসন পেলেন সাহিত্যের অস্বস্তিকর ‘দ্য ব্যাড সেক্স ইন ফিকশান অ্যাওয়ার্ড’।

এর আগে এ পুরস্কার পেয়েছেন জন আপডাইক, টম উলফ, নরম্যান মেইলারসহ বিশ্বখ্যাত অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যিকরা।

গুটারসন পুরস্কারটি পেয়েছেন তার নতুন উপন্যাস ‘এড কিং’-এর জন্য। উপন্যাসটিকে ইদিপাস মিথের আধুনিক রূপায়ন বলা যায়। বইটির একটি অধ্যায়ে মায়েরে সাথে সন্তানের যৌন সম্পর্কের উল্লেখ পাওয়া যায়। এর কাহিণী এগিয়েছে বিংশ শতাব্দীর মধ্যসময়কে কেন্দ্র করে।

১৯৯৪ সালে “Snow Falling on Cedars” উপন্যাসটির মধ্য দিয়ে গুটারসন বিশ্বসাহিত্যে নিজের জায়গা করে নেন। বইটি ওই বছরের সর্বোচ্চ বিক্রির তালিকায় স্থান পায়। ‘এড কিং’ তার পঞ্চম উপন্যাস।

এ পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় গুটারশন জিভ কেটে বলেন ‘ইদিপাস বাস্তবিকই খারাপ সেক্সের স্রষ্টা, তবে আমি বিব্রত নই এ ধরণের সামান্য যৌন কামনায়। ’

বাংলাদেশ সময় ১৮৫৬, ডিসেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।