ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ঢাকায় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
ঢাকায় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী চলছে আন্তর্জাতিক চিত্রকর্মশালা ও প্রদর্শনী। ছবি: বাংলানিউজ

ঢাকা: সারং আর্ট গ্রুপের আয়োজনে ঢাকায় চলছে পাঁচদিনব্যাপী আন্তর্জাতিক চিত্রকর্মশালা ও প্রদর্শনী।

সোমবার (২২ জুলাই) থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ২৬ জুলাই পর্যন্ত।

এ প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেতা ও শিল্পী আফজাল হোসেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিত্রশিল্পী মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা আফজাল হোসেন শিল্পের মাধ্যমে বিশ্বের সব মানুষের সঙ্গে মানুষের নতুন সেতুবন্ধন সৃষ্টির মাধ্যমে মানবতার এক অপার ভালোবাসার পৃথিবী সৃষ্টির আহ্বান জানান।

ঢাকার শিল্পকলা একাডেমীর ৫ম গ্যালারীতে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ, শ্রীলংকা, ভারত, নেপাল, আমেরিকা, জাপান, কানাডা, ভুটান ও দক্ষিণ কোরিয়াসহ ১২ দেশের ১২৪জন চিত্রশিল্পী অংশ নিয়েছেন। এতে বাংলাদেশের সর্বাধিক শিল্পী অংশ নেন। কর্মশালার পাশাপাশি চলবে এসব শিল্পীদের শিল্পকর্ম প্রদশর্নী।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।