bangla news

জন্মদিন উপলক্ষে ‘আল মাহমুদ উৎসব’ বৃহস্পতিবার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১১ ২:১৫:৫৪ এএম
জন্মদিনে আল মাহমুদ উৎসব

জন্মদিনে আল মাহমুদ উৎসব

বাংলা কবিতার রাজপুত্র কবি আল মাহমুদের ৮৪তম জন্মদিন ১১ জুলাই (বৃহস্পতিবার)।

দিনটি পালন উপলক্ষে কবিতার কাগজ ‘কবি এবং কবিতা’র পক্ষ থেকে এদিন বিকেল ৪টায় রাজধানীর কাঁটাবনে অবস্থিত কবিতাক্যাফেতে আয়োজন করা হয়েছে ‘আল মাহমুদ উৎসব’।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিস্বত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদা এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অন্যতম কবি ও গীতিকার জাহিদুল হক। সভাপতিত্ব করবেন ‘কবি এবং কবিতা’র সম্পাদক শাহীন রেজা। 

১৯৩৬ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন কবি আল মাহমুদ।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিল্প-সাহিত্য বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-07-11 02:15:54