ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

মীর মশাররফ হোসেনের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১
মীর মশাররফ হোসেনের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন

বিষাদসিন্ধু খ্যাত সুসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন করছে বাংলা একাডেমী।

এ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারা।

২৫ নভেম্বর ২০১১ বিকেল সাড়ে ৩ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানায় বাংলা একাডেমী।
 
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জনাব জিল্লুল হাকিম।

“মীর মশাররফ হোসেন: তাঁর শৌর্য ও সৌন্দর্য” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস’র প্রফেসর ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
 
এছাড়াও অনুষ্ঠানে আলোচনা করবেন প্রাবন্ধিক, গবেষক মফিদুল হক,  মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক বিনয় কুমার চক্রবর্তী, রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী এবং বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার এ টি এম মাহবুব উল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।