ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

প্রখ্যাত ভারতীয় শিল্পী সোমনাথ হোরের ছাপচিত্র প্রদর্শনী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১
প্রখ্যাত ভারতীয় শিল্পী সোমনাথ হোরের ছাপচিত্র প্রদর্শনী

২৫ নভেম্বর থেকে ধানমন্ডি বেঙ্গল গ্যালারিতে শুরু হতে যাচ্ছে  ভারতের প্রখ্যাত শিল্পী সোমনাথ  হোর-এর ‘ক্ষত’ শিরোনামে দশ দিনব্যাপী একক ছাপচিত্র প্রদর্শনী।

শিল্পী সোমনাথ হোর ১৯২১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৫৭ সালে কলকাতার গভ. কলেজ অব্ আর্ট এন্ড ক্রাফটস থেকে চারুকলায় ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন।

এ পর্যন্ত তাঁর অনেক একক প্রদর্শনী অয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহন করেছেন। তিনি ১৯৮৪ সালে ‘গগন-অবনী পুরস্কার’, ২০০৪ সালে ‘ললিতকলা রত্ন পুরস্কার’ এবং ২০০৮ সালে ভারত সরকারের ‘পদ্মশ্রী পুরস্কার’ লাভ করেন। ২০০৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।

সোমনাথ হোরের প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং কলকাতার আকার প্রকার গ্যালারির সহযোগিতায় ।

এ উপলক্ষে ২৪ নভেম্বর ২০১১ বৃহস্পতিবার বেলা ১২ টায় ধানমন্ডি বেঙ্গল শিল্পালয়ে এক সাংবাদিক সম্মেলন এর আয়োজন করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে ভারতের বিশিষ্ট শিল্প-সমালোচক প্রণবরঞ্জন রায় এবং শিল্পী সোমনাথ হোরের কন্যা ও প্রদর্শনীর কিউরেটর চন্দনা হোর বক্তব্য রাখবেন।  

বাংলাদেশ সময় ১৩৫৭, নভেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।