ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

অনলাইন ম্যাগাজিন ‘সাহিত্য ক্যাফে’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১
অনলাইন ম্যাগাজিন ‘সাহিত্য ক্যাফে’

বহু বছর ধরেই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাঙালিরা। কিন্তু এভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও আজ আর  কেউ যেন একে-অপর থেকে বিচ্ছিন্ন নেই, ইন্টারনেটের মাধ্যমে চাইলেই যোগযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে একে-অপরের সঙ্গে।

পৃথিবীর বিভিন্ন ক্যাফেতে বসে চাইলেই সাহিত্যপ্রেমীরা নিজেদের মধ্যে কথা বলতে পারছে এশিয়া, আফ্রিকা বা ল্যাতিন আমেরিকার সাহিত্য নিয়ে।

 

সাহিত্যপ্রেমীদের নিজেকে প্রকাশের আকাঙ্ক্ষাকে পূরনের স্বপ্ন নিয়েই জুলাই ২০১১ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন সাহিত্য ম্যাগাজিন ‘সাহিত্য ক্যাফে’।

এখানে ভারত, বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে বসবাসরত গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের  কবিতা, গল্প, প্রবন্ধ, সাক্ষাৎকার, নাটক ও চিত্রকলাসহ শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয়ে লেখা নিয়মিত ছাপা হচ্ছে।

এক্ষেত্রে বলা যায়, সাহিত্যক্যাফের মূল চালিকাশক্তি  লেখালেখি ও সৃজনশীলতার প্রতি দায়বদ্ধতা।

এ পর্যন্ত এখানে ভারত, বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৬০ জনেরও বেশি বাঙালি লেখকের লেখা প্রকাশিত হয়েছে।

এরমধ্যে যেমন রয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চাশ দশকের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাক্ষাৎকার কিংবা মলয় রায়চৌধুরী, বারীণ ঘোষাল, যশোধরা রায় চৌধুরী, চৈতালী চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরীর লেখা; তেমনি রয়েছে বাংলাদেশের আলতাফ হোসেন, সলিমুল্লাহ খান, মাসুদ খান, ফেরদৌস নাহার, মজনু শাহ, রায়হান রাইন, সাখাওয়াত টিপুর মতো তরুণ ও প্রবীণ সাহিত্যিকদের লেখাও।

অনলাইন ম্যাগাজিন সাহিত্যক্যাফে দেখতে হলে ক্লিক করুণ : http://www.sahityacafe.com/

 

বাংলাদেশ সময় ১৯১৯, নভেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad