ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

শিল্পকলা একাডেমিতে ‘চিরায়ত বাংলা গান’ বুধবার 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
শিল্পকলা একাডেমিতে ‘চিরায়ত বাংলা গান’ বুধবার  ‘চিরায়ত বাংলা গান’ বুধবার 

ঢাকা: শরতের শুভ্র সন্ধ্যায় নাগরিক জীবনে বিনোদনের নতুন মাত্রা দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে ‘চিরায়ত বাংলা গানে’র। 

স্বপ্নকুঁড়ি ও সাপ্তাহিক সময় পূর্বাপরের উদ্যোগে এ লেখক-পাঠক সমাবেশের আয়োজন করা হয়েছে। যা অনুষ্ঠিত হবে বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায়।

 

একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত এ জলসায় সংগীত পরিবেশন করবেন ভারতের বরেণ্য কণ্ঠশিল্পী রানা ধানুকা, দ্বিতীপ্রিয়া দত্ত ও তবলাশিল্পী মানস চক্রবর্তী। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাতী করঞ্জাই ও স্বপ্নকুঁড়ির শিল্পীরা পরিবেশন করবেন মরমী গান।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয়ের সচিব শ্যামসুন্দর সিকদার। এছাড়া বিশিষ্ট অনুবাদক আলী আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মাসুদুজ্জামান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল ও চিত্রশিল্পী মাসুক হেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সময় পূর্বাপরের সম্পাদক হাসান মাহমুদ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।