ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

পাঁচটি কবিতা

জহিরুল মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১
পাঁচটি কবিতা

আতঙ্ক

মেঘ দেখে মন কবি হয়ে ওঠে
সুন্দরী দেখে হয় প্রেমিক
সাপকেও নাচের পুতুল ভাবি
ভয় করি শুধু তাদের
যারা বলে
    ‘আমাকে ভোট দিয়ে
দেশ ও দশের সেবা করার সুযোগ দিন’


শীতনামা

দু চোখ ভরা স্বপ্ন
সাজে সবুজ প্রকৃতি
সকালের গরম পিঠা দেয়
প্রথম প্রেমপত্রের অনুভূতি

রোদের অবর্তমানে
শীত এসে জড়িয়ে ধরে
স্কুলপালানো
বালিকার মতো করে।

ভোট

আমার ভোট
আমার মেয়ের মতো
ওকে ঘরে রেখে আইবুড়ি করব
তবু দেব না অপাত্রের হাতে


স্মৃতি

প্রেমের চেয়ে শস্তা আজ স্মৃতিরাশি
নীরবতায় ভিড় করে মাছির ছায়া
নিমপাতা দিয়ে ওসব তাড়াবার
মনোবল সংকীর্ণতায় ভোগে
কবে থেকে যেন স্তব্ধ
মানসের শিরা-উপশিরা

তুমি আবার আসবে
এমন কথা কখনো দাওনি
অপেক্ষার নাই কোনো
       তারিখ তালিকা

হৃদয়ের আগুনে স্মৃতি পুড়িয়ে
ঝালাই করি স্পর্শের সুখ।




অনুর্বর হৃদয়


স্বপ্নচারী কৃষকের মতো...
স্বপ্ন ফলানোর নেশায়
জীবনের আগাছা
কাটতে কাটতেই
হৃদয়কে করেছি অনুর্বর!

ঘামগন্ধ শরীর, তেল চিটচিটে আঠালো চুল
পান্তার আহারেই সন্তুষ্ট
কাটা চামচে ভোজনবিলাস
বেহেশতে পাবার আশা রাখি।

জোনাকির মিটি মিটি জ্বলে ওঠা
মনে হয় অরণ্য পুনঃপ্রতিষ্ঠার
অগ্নিমিছিল।

আসলে
জীবনটাই এক আগাছা...

বাংলাদেশ স্থানীয় সময় ১৭১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad