ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ছোটকাগজ ‘কবিতাপত্র’-এর মুক্তগদ্য সংখ্যা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১
ছোটকাগজ ‘কবিতাপত্র’-এর মুক্তগদ্য সংখ্যা

ছোটকাগজ ‘কবিতাপত্র’— নামই বলেই দিচ্ছে এটি মূলত কবিতা বিষয়ক কাগজ। এ বছর সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে এর সপ্তম সংখ্যা।

বর্তমান সংখ্যাটিকে বলা চলে মুক্তগদ্য সংখ্যা।

এখানকার কোনো গদ্যই লেখককে আগে থেকে নির্দিষ্ট কোনো বিষয় দিয়ে ফরমায়েশ করে লেখানো হয়নি। এগুলো লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কল্পনাসঞ্জাত।

বর্তমান সংখ্যায় কবিতা বিষয়ক গদ্য ছাড়াও রয়েছে গুচ্ছ কবিতা, দীর্ঘ কবিতা ও ২০১১-এ প্রকাশিত বেশ কয়েকটি কবিতার বইয়ের আলোচনা।

মুক্তগদ্য লিখেছেন ওবায়েদ আকাশ, মামুন মুস্তাফা, কামরুল ইসলাম, কাজী নাসির মামুন, জাহেদ আহমদ, মোহাম্মদ নূরুল হক, পিয়াস মজিদ, তালাশ তালুকদার।

গুচ্ছ কবিতা লিখেছেন হাফিজ রশিদ খান, আব্দুর রাজ্জাক, মুজিব ইরম, মিহির মুসাকী, কামরুল ইসলাম, কুমার চক্রবর্তী, সরকার আমিন, ওবায়েদ আকাশ, রনজু রাইম, জেনিস মাহমুন, মামুন মুস্তাফা, কাজী নাসির মামুন, হোসেন দেলওয়ার, সোহেল হাসান গালিব, শুভাশিস সিনহা, মাজুল হাসান, চরু হক, সৈযদ আফসার, মাদল হাসান, ইউসুফ বান্না, রাগীব হাসান, পরিতোষ হালদার, জাহেদ আহমদ, আফরোজা সোমা, পিয়াস মজিদ প্রমুখ।

দীর্ঘ কবিতা লিখেছেন রহমান হেনরী, তালাশ তালুকদার ও অনন্ত সুজন। এছাড়াও বর্তমান সংখ্যায় রয়েছে দ্বিতীয় দশকের ১৫ কবির কবিতা।

ডা. দেলোয়ার হোসেন সম্পাদিত কবিতাপত্রের প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা; মূল্য : ১০০ টাকা।

বাংলাদেশ সময় ১৭৫৫, অক্টোবর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad