ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

আসামের গুয়াহাটিতে বাংলাদেশের চিত্রকলা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১
আসামের গুয়াহাটিতে বাংলাদেশের চিত্রকলা

৩০ অক্টোবর ২০১১ থেকে আসামের গুয়াহাটিতে শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র গ্যলারিতে বাংলাদেশের ‘রিদম অফ কালারস’ শীর্ষক ছয় দিন ব্যাপী এক চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (ওঈঈজ) এবং বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্-এর যৌথ উদ্যোগে গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র সোসাইটির সহযোগিতায় এটি অনুষ্ঠিত হবে।



প্রদর্শনী উদ্বোধন করবেন আসাম রাজ্য সরকারের সংস্কৃতি মন্ত্রী শ্রীমতি প্রণতি ফুকান। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জনাব মাহবুব সালেহ।

প্রদর্শনীতে বাংলাদেশের ১১জন বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে। শিল্পীরা হলেন : কাইয়ুম চৌধুরী, তাহেরা চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, মাহমুদুল হক, কালিদাস কর্মকার, ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী, আহমেদ সামসুদ্দোহা, শিশির ভট্টাচার্য এবং মাকসুদা ইকবাল নীপা।


এছাড়া ৩১ অক্টোবর সোমবার থেকে গুয়াহাটিতে বাংলাদেশের ১০ জন এবং আসামের ১৭ শিল্পীর অংশগ্রহণে তিন দিন ব্যাপী এক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করবেন: কাইয়ুম চৌধুরী, তাহেরা চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, মাহমুদুল হক, কালিদাস কর্মকার, ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী, রনজিৎ দাস, আহমেদ সামসুদ্দোহা এবং মাকসুদা ইকবাল নীপা।

প্রদর্শনী ও আর্ট ক্যাম্প শেষে বাংলাদেশের শিল্পীরা ৬ নভেম্বর ২০১১-এ দেশে ফিরে আসবেন। প্রদর্শনী শেষ হবে ৪ নভেম্বর।

বাংলাদেশ সময় ২১৫০, অক্টোবর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।