ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

আইজিসিসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, মে ৭, ২০১৮
আইজিসিসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

ঢাকা: ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী বুধবার (৯ মে) জাতীয় জাদুঘরের প্রধান মিলতায়তন কক্ষে নাচ, গান, আবৃত্তি, ইয়োগাসহ (যোগ ব্যায়াম) নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হবে আইজিসিসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।


 
অনুষ্ঠানে ‘মে মাসে জন্ম নেওয়া বাংলা ভাষার দুই মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সম্মানে’ নানা সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হবেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।  

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
 
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
 
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এনএইচটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।