ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

দু`দিনব্যাপী রবীন্দ্র-সাহিত্যের চলচ্চিত্র প্রদর্শনী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১
দু`দিনব্যাপী রবীন্দ্র-সাহিত্যের চলচ্চিত্র প্রদর্শনী

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘উলুখাগড়া’ এবং চলচ্চিত্র চর্চা কেন্দ্র এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ২২ ও ২৩ অক্টোবর প্রদর্শিত হচ্ছে রবীন্দ্র-সাহিত্যের চলচ্চিত্র।

প্রথম দিন চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে ‘রবীন্দ্র-সাহিত্যের চলচ্চিত্র : প্রাসঙ্গিক ভাবনা শীর্ষক প্রবন্ধ পঠিত হবে।

প্রবন্ধ পাঠ করবেন শাহীন বিন হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। দুদিন ব্যাপী প্রদর্শনী শুরু হবে প্রতিদিন দুপুর ২ টা থেকে। চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
২২ অক্টোবর প্রদর্শিত হবে রবীন্দ্রনাথ, নটীর পূজা ও কাবুলিওয়ালা । ২৩ অক্টোবর প্রদর্শিত হবে চার অধ্যায়, ক্ষুধিত পাষাণ, তিন কন্যা।  

বাংলাদেশ সময় ১৩১৬, অক্টোবর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।