ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বইমেলায় আসছে ইমতিয়াজ আহমেদের শূন্যতা ছুঁয়ে যায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
বইমেলায় আসছে ইমতিয়াজ আহমেদের শূন্যতা ছুঁয়ে যায় বইমেলায় আসছে ইমতিয়াজ আহমেদের শূন্যতা ছুঁয়ে যায়

আসন্ন একুশে বইমেলায় প্রকাশ পাচ্ছে কথাসাহিত্যিক ইমতিয়াজ আহমেদের নতুন উপন্যাস  ‘শূন্যতা ছুঁয়ে যায়’।

ধ্রুব এষের প্রচ্ছদে বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী। গত বইমেলায় (২০১৭) একই প্রকাশনী থেকে লেখকের গল্পগ্রন্থ ‘কুয়াশায় মোড়ানো বিকেল’ প্রকাশিত হয়েছিল।

প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে বইটির সব কাজ শেষ হয়েছে।  

প্রকাশিতব্য ‘শূন্যতা ছুঁয়ে যায়’ সম্পর্কে লেখক জানান, এ বইটি মূলত প্রেম-ভালোবাসাকে উপজীব্য করে লেখা। বইটিতে মনের ভেতরে লালন করে রাখা না বলা কথা ও কঠিন বাস্তবতার কাছে অসহায়ত্বসহ নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে।

৬৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা। বইমেলার প্রথম দিন থেকে বইটি পাওয়া যাবে।

এছাড়াও অনলাইন পরিবেশক হিসেবে রকমারি ডটকম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।