ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেলেন সৈয়দ শামসুল হক

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১
মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেলেন সৈয়দ শামসুল হক

বাংলা একাডেমী পরিচালিত মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১১ পেলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বাংলা কবিতায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

উল্লেখ্য পুরস্কার তহবিলের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেছেন প্রফেসর মযহারুল ইসলামের পরিবার। আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পুরস্কার প্রদান করা হবে।

সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল, জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন সমাপ্ত করেন। কৈশোরেই তাঁর সাহিত্যচর্চার সূত্রপাত। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, অনুবাদ, শিশুকিশোর সাহিত্যসহ বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই সৈয়দ শামসুল হক সমান সক্রিয়। সর্বাধুনিক শিল্পরীতি প্রয়োগে মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক জীবনচেতনাকে তিনি বাঙ্ময় করে তোলেন তাঁর লেখায়।

সৈয়দ শামসুল হক সামরিক, স্বৈরাচার, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী প্রগতিশীল আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বাংলাদেশ সময় ১৮৪৫, অক্টোবর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।